Prithibi - Mon Amar lyrics
Artist:
Prithibi
album: Mon Amar
পথে পথে ঘুইরা ফিরি
পথেই বান্ধি ঘর
বন্ধু তরে পথের লাইগ্যা
কীসের এত ডর?
পথেই যখন নামলি বন্ধু
পথেই ধরলি হাত
পথই আমার বসন-ভূষণ
পথই গণ-হাত
পিরিত-জ্বালায় কাঁদলি বন্ধু
পিরিত সর্বনাশী
পথে নেমেই বাঁধলাম এ ঘর
পিরিতে বানভাসী
মোন আমার, পিরিত জানো না (ও ও... ও ও)
মোন আমার, খোঁজো ঠিকানা
♪
পথের মাটি শীতল-পাটি
প্রেমের বালুচর
সেই প্রেমেতেই মরণ আমার
ভাঙল সাধের ঘর (ভাঙল সুখের ঘর)
পিরিত জ্বালা কী যে জ্বালা
বোঝাই আমি কারে?
তোর বিরহে ডুইব্যা মরি
অন্তরে অন্তরে
বন্ধু আমার আঁচল বিছায়
অকূলে দেয় পাড়ি
বন্ধু ছাড়া চোখের কোলে
মেঘ জমেছে ভারী
♪
মোন আমার, পিরিত জানো না (ও ও... ও ও)
মোন আমার, খোঁজো ঠিকানা
মোন আমার, পিরিত জানো না (ও ও... ও ও)
মোন আমার, খোঁজো ঠিকানা (ও ও... ও ও)
Поcмотреть все песни артиста
Other albums by the artist