আমার কান্না উপচে পড়ে গুমরে মরে বন্ধ ঘরে স্বজন হারাই হঠাৎ করে বলো আর কী চাও? কাঁটার ঘায়ে নুনের ছিটে বন্ধক রেখে এ বসত ভিটে মোক্ষম দাওয়াই, কালকে D-Day অস্ত্র তুলে নাও এ কী যন্ত্রণা দিলে আমায় এ কী যন্ত্রণা দিলে এ কী যন্ত্রণা দিলে আমায় এ কী যন্ত্রণা দিলে ♪ তোমার কাঁটায় বিদ্ধ আমি সিদ্ধ পুরুষ যুদ্ধকামী অপপ্রচার চালিয়ে যাওয়ার অবসরে অন্যের ঘরে উঁকি মেরে গাইছো আবার গলা ছেড়ে কিসের বড়াই এই লড়াইয়ে তোমার (এই লড়াইয়ে তোমার) ♪ এ কী যন্ত্রণা দিলে আমায় এ কী যন্ত্রণা দিলে এ কী যন্ত্রণা দিলে আমায় (এ কী যন্ত্রণা) এ কী যন্ত্রণা দিলে