কখন এলে তুমি, কখন চলে গেলে না-বলা কথাগুলো রেখে গেলে সারাদিন একসাথে হাঁটা হলো ফাঁকি মনে হয় এখনো কত গল্প বাকি আধ-ভেজা চোখ আজও ঘুমোবে না জানি শোনে না বারণ, কারণ তুমিও ভোলোনি শেষ দেখা, তবু এ দেখা শেষ যেন হয় না প্রথম দিনের লুকোচুরি আজ পড়ে পাওয়া ১৪ আনা নীলরঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে এসেছ তুমি কাঁদাতে আমায় ফেলে আসা বৃষ্টিতে, দু'চোখের দৃষ্টিতে ফিরে যাও ♪ সেই প্রথম দলছুটে একা অজুহাত তুমি, তোমার চোখের ইশারা ধরেছিলে দু'হাত কোন সর্বনাশের খেলায় কেঁপেছিল শরীর ভেজা ঠোঁটের উষ্ণতায় এক ঝড় এসে কেড়ে নিলো আমার গানের সুর চোখ মেলে চেয়ে দেখি তুমি ১৩ নদী সাত সমুদ্দুর পেরিয়ে গেছ হারিয়ে আমায় কোন সুখের ঠিকানায় ভালো থেকো, সুখে থেকো আমি আর কাঁদব না, আর ডাকব না একবার হাত ধরে তুমি বলো না শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা একবার হাত ধরে তুমি বলো না শেষবার তুমি আমার এটুকু সান্ত্বনা নীলরঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে এসেছ তুমি কাঁদাতে আমায় ফেলে আসা বৃষ্টিতে, দু'চোখের দৃষ্টিতে ফিরে যাও, উড়ে যাও অন্য নীড়ে, বন্য ভিড়ে উড়ে যাও বাঁধন ছিঁড়ে, অন্য নীড়ে উড়ে যাও ♪ নীলরঙা শাড়িতে, বেলোয়ারী চুড়িতে এসেছ তুমি কাঁদাতে আমায় ফেলে আসা বৃষ্টিতে, দু'চোখের দৃষ্টিতে ফিরে যাও উড়ে যাও