পথের ধারে পড়ে পাওয়া, ছেঁড়া খাতায় হাজার বছর কেটেছে অনেক, যাওয়া আসায় হিসেবে নিকেশ নিয়ম করে, রেখেছি তুলে পথ হারাবো পথেই নেমে, পথেরই ভুলে গত জন্মান্তরের হিসেব লিখে রাখা সেই খাতায় তুমি দেখতে চাইলেই পাবে সময়ের ঝরা পাতায় সময়ের ঝরা পাতায় আলোকিত এই নগরে কোনায় কোনায় অন্ধকার পোড়া সভ্যতার শেষ বন্দরে আমি পুড়েছি বহু বার ♪ তবু কেন বারেবারে, ফিরে আসা (ফিরে আসা) আমার চারপাশ নিচ্ছে নিঃশ্বাস গানের ভাষায় পথের ধরে তোমায় খুঁজি সময় অসময় কেন জানি আমার আজকাল বাড়ছে মৃত্যু ভয় (ভয়) কত জন্মান্তরের শেষে অমরত্ব পাওয়া যায় তুমি চাইলেই পেতে পারো সময়ের ঝরা পাতায় সময়ের ঝরা পাতায় সময়ের ঝরা পাতায় সময়ের ঝরা পাতায়