মুক্তি কোথাও চাইনি আমি মুক্তি তোমরা দিয়েছ আমাকে (আমাকে) চলতে চলতে হারিয়ে যাবার পরেও রাস্তা খোঁজার তাগিদে হারাইনি আজও, শূন্যচোখে তবু খুঁজছি নিজেকে ♪ মুক্তি খোঁজার সময় এসেছে সারারাত শুধু কালশিটে চোখেতে বুকের ভিতরে পাথর সাজিয়ে মিথ্যে ইমারতের অভাবে কেউ তো ছিল না আর কেউ তো থাকবে না আমার মুক্তির পথে আমার মুক্তি এ কোন আলোয় রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে আমার কথা কত কান্না মোছায় কত সুর আর কথায় লেখা হবে ব্যর্থতার দায় সবটুকু আমারই থাকে এই কথা ভেবে ভেবে ঠিক করে শুধু বলে দাও তুমি কাঁটার মুকুটে গোলাপ কি নেবে? ♪ আজ মুক্তি আমার, মুক্তি তোমার মুক্তি সবার, মুক্তির নিয়মেই (নিয়মেই) সময় সবই ঠিক করে রাখে সারারাত জাগে মুক্তির খোঁজেই আজ মুক্ত আকাশ আরও মুক্ত অবকাশ শূন্য থেকে শুরু হবে আমার মুক্তি এ কোন আলোয় রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে আমার কথা কত কান্না মোছায় কত সুর আর কথায় লেখা হবে আমার মুক্তি এ কোন আলোয় রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে আমার কান্না কত গল্প শোনায় কত সুর আর কথায় লেখা হবে