চার দেয়ালে বন্দী আমার শহর ঘুমিয়ে পড়েছে চেনা রাস্তার মোড় বিষম অসুখে হঠাৎ এলো এই অবসর কেটেছে নিঃসঙ্গতায় ছুঁতে না পাওয়ার যন্ত্রণা মুখ ঢেকেছে এ শহর কাটে রাত-ভোর ব্যস্ততায় চোখে ঘুম নেই তাদেরও যারা আলো জ্বেলে রাখে এ শরীরে বারবার হাত ধুয়ে নিতে হবে, আলো জ্বালাতেই চার দেওয়ালে বন্দী সময় বন্দী এ শহর ♪ হাতে হাত রেখে না চলার এই আয়োজন ভাবনাটা কাদের, এটাই ভাবার আছে প্রয়োজন সংক্রমণের ছোঁয়াচে আগুনে কাঁপে শহর কাটবে নিঃসঙ্গতায় আর ক'টা দিন কিছু প্রহর আরো কত চিঠি লেখা হবে না দেখে গাওয়া যাবে খামখেয়ালেই দেয়াল ভরেছে মুখবই আজ বিকেলের নামাজ পড়া হয়নি একসাথে চারদেয়ালেই এ ক'দিন আলো পাক আগামী সতর্ক থাক শরীরী সভ্যতা সঙ্গী এ শহর