এ সময় লড়ে যাওয়ার, পড়ে পাওয়া ১৪ আনায়
কিছু মুখ, দুঃখ-সুখ, বেচে খাওয়া কবিতায়
একটা ঘরে চারটে দেওয়াল, তিনটে মানুষ থাকবে চিরকাল
আপসে-বিবাদে ক্ষতি নেই, গতি নেই একলা হেঁটে
তবু সারারাত বিবাগী মন্ত্রে
ষড়যন্ত্রে কাটছে সময়
যাবতীয় দ্বন্দ্ব লাগছে না মন্দ
কাটছে কাটুক, লাগছে না ভয়
চলো উড়ে যাই, হাত বাড়াই শূন্যতায়
যেখানে একটাই আকাশ, একটাই অবকাশ, বন্ধুতায়
চলো উড়ে যাই, হাত বাড়াই শূন্যতায়
যেখানে একটাই আকাশ, একটাই অবকাশ, বন্ধুতায়
ভাবিনি হেরে যাওয়া, ফিরে পাওয়া ব্যস্ত আমায়
কত রাগ, অভিমান, পিছুটান কান্না ভেজায়
আসবে ভোর, ঘুমচোর এসে বলে, "এখনই সময়"
যদি কখনো মনে পড়ে আমাদের, চিঠি দিও এই ঠিকানায়
তবু ছেড়ে যায় কখনো এই কাঁধ
দুঃসংবাদ নিতে পারছি না আর
কত করবো, অহেতুক লড়বো
চেনা চোখেই যখন দেখি সংশয়
চলো উড়ে যাই, হাত বাড়াই শূন্যতায়
যেখানে একটাই আকাশ, একটাই অবকাশ, বন্ধুতায়
চলো উড়ে যাই, হাত বাড়াই শূন্যতায়
যেখানে একটাই আকাশ, একটাই অবকাশ, বন্ধুতায়
♪
চলো উড়ে যাই, হাত বাড়াই শূন্যতায়
যেখানে একটাই আকাশ, একটাই অবকাশ, বন্ধুতায়
Поcмотреть все песни артиста