ফাঁকা ক্লাসরুম, শীতঘুম আর মিথ্যে বাহাদুরি
পাতার পর পাতা ওল্টাই, তবু মন চায় লুকোচুরি
একটা বিকেল নন্দন চত্বরে, ভেজা চোখদুটো
লাস্ট বেঞ্চ তবু আঁকড়ে ধরে, স্মৃতির খড়-কুঁটো
♪
বোবা সেলফোনে তোমার ছবি, একঘেঁয়ে রিংটোন
আজও ভাবছি কখন তোমার, আসবে টেলিফোন
চারতলা সিঁড়ি ক্যান্টিন বারোমাস, ক্লাস পালানোর সুখ
গুরুপদর চায়ের দোকান আর ফেলে আসা কত মুখ
কত লেখা গান, কত রাগ অভিমান
আনকোরা চিঠির ভিঁড়ে
তুমি আসবে, ভালোবাসবে
ওই মিথ্যের মুখোশ ছিঁড়ে
বন্ধু আমি দাঁড়িয়ে আছি, আজও তোমার অপেক্ষায়
চিঠি হাতে বলো আসবে, এই ঠিকানায়
একটা চিঠি নীলচে খামে, গান লেখা শুধু তোমার নামে
এই গান আমি শোনাবো তোমায়
♪
এইভাবে ঠিক বাড়লো বয়স, পাকলো মাথার চুল
কাটলো সময় অঙ্ক কষে, তবু মানুষ চিনতে হলো ভুল
হেরে যাওয়া শুধু অভ্যেস করেছি, প্রতিদিন এ শহরে
আসলে সবটাই ছিলো মিথ্যে অভিনয়, আমি মানতে পারিনি জোর করে
আমার ছিলনা দেওয়ার কিছু, ছিল শুধু গান
আনকোরা চিঠি, ভালোবাসার
তোমার দামী-স্বামী সংসার, উপহার Hangover
আর আমার পুরোনো গিটার
বন্ধু আমি দাঁড়িয়ে আছি, আজও তোমার অপেক্ষায়
চিঠি হাতে বলো আসবে, এই ঠিকানায়
একটা চিঠি নীলচে খামে, গান লেখা শুধু তোমার নামে
এই গান আমি শোনাবো তোমায়
বন্ধু আমি দাঁড়িয়ে আছি, আজও তোমার অপেক্ষায়
চিঠি হাতে বলো আসবে, এই ঠিকানায়
একটা চিঠি নীলচে খামে, গান লেখা শুধু তোমার নামে
এই গান আমি শোনাবো তোমায়
বন্ধু আমি দাঁড়িয়ে আছি, কলেজের গেটে অপেক্ষায়
চিঠি হাতে কত কথা লেখা তোমায়
একটা চিঠি নীলচে খামে, গান লেখা শুধু তোমার নামে
এই গান আমি শোনাবো তোমায়
Поcмотреть все песни артиста