Prithibi - Joker lyrics
Artist:
Prithibi
album: Chapter Three
আমার বুকে আগুন জ্বেলে (জ্বেলে)
বলো এবার কে কি পেলে? (পেলে)
আমি হাড়গিলে ক্ষিদে পেলে (পেলে)
রাতে করি চুরি, দি দি দি দি দিনে জ্বেলে
ও দিনে জ্বেলে
বুঝেছি তোর এ ষড়যন্ত্র (যন্ত্র)
পাগলে যাওয়ার এ মহামন্ত্র (মন্ত্র)
রাতের বেলায় সেধে তন্ত্র
বিস্ফোরিত আমার হৃদযন্ত্র
ধর ধর চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর মর ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কিসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেচেঁ থাক
♪
বাড়ছে ক্ষিদে আমার মগজে (মগজে)
জবান বন্দী কলম-কাগজে (কাগজে)
আমার কবিতা বৃষ্টি ভেজে
বন্দী খাঁচায় জোকার সেজে
ও জোকার সেজে
বাড়ছে শেয়াল ছদ্মবেশে (নী নী নী)
নীল জমি লালে লালে মেশে
জরুরী অবস্থা আমার দেশে
পড়ে আছে শূন্য অবশেষে
ধর ধর চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর মর ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কিসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেচেঁ থাক
♪
চেপে ধর
চেপে চেপে ধর
চেপে চেপে চেপে ধর
চেপে চেপে ধর
চেপে ধর, চেপে ধর
চেপে ধ- চেপে ধর
চেপে চেপে চেপে ধর
চেপে চেপে ধর
চেপে চেপে
Поcмотреть все песни артиста
Other albums by the artist