বাতাসে পোড়া গন্ধ কেঁটে যায় স্বাভাবিক ছন্দ জীবনের গান গেয়ে চোখে মুখে মেশে ধুলো অবকাশ ঘুমোলো আমার পরবাসে... এ আকাশ যদি উড়তে দিতো তবে উড়তাম ডানা মেলে এ সহবাস যদি আদর দিতো তবে জ্বলতাম আগুন হয়ে... এ পরবাস আমার ভালো লাগে না এ সহবাস আমার পিছু ছাড়ে না... এ পরবাস আমার ভালো লাগে না এ সহবাস আমার পিছু ছাড়ে না... কি ভিষন দ্বিধা দ্বন্দ এখন সব দরজা বন্ধ আমার বাড়ি ফেরার আমি নকল তবু ভালো তুমি অন্ধের থেকে কেড়ে নাও আলো ভালোবাসার হিসেব চাও... এ সহবাস যদি প্রশ্রয় দিতো তবে দিতাম তোমায় ফাঁকি এ আকাশ যদি আশ্রয় দিতো তবে হতাম আগুন পাখি... এ পরবাস আমার ভালো লাগে না এ সহবাস আমার পিছু ছাড়ে না... এ পরবাস আমার ভালো লাগে না এ সহবাস আমার পিছু ছাড়ে না... ভালো লাগে না, ভালো লাগে না ভালো লাগে না, ভালো লাগে না... ভালো লাগে না, ভালো লাগে না ভালো লাগে না, ভালো লাগে না...