এই মন, একরোখা দিন যাপন লাগছে না ভালো তোমায় আহা হৃদয় দাঁড়িয়েছে রাস্তাতে যদি পায় তোমায় কোন কবিতায় জীবনটা মানে না বেঁচেও বেঁচে থাকা নীল খামে মোড়া মিথ্যে ফুলের তোড়া আমার তো থেমে থাকার কথা ছিল না কখনোই আসবে বলেও অপেক্ষাতেই রেখে ঘুরে দাঁড়ালে শেষ মুহূর্তে ভেবে আমার তো কিছু বলার ছিল না ছিল না, আমার ছিল না এখনও থামেনি বৃষ্টি রাত তোমায় ছুঁতে চায় ক্লান্ত হাত অবকাশ ভেঙে বাইরে বেরিয়ে দেখো তোমার জন্য বৃষ্টি ছুঁয়েছি কত সেই হাতে লেখা তোমার নামটা মুছে ফেলেছি আর জানিনা কখন কোথায় চলেছি আমি ভগবান নাকি তুমি অন্তর্যামী বেঁচে থাকাটাও শিখে নেবো যদি বলো বাঁচতে চাও ও ওই পাহাড়ে চলো বদলে যাই আর গান শোনাই এই গিটারে বাঁধা অন্য কবিতায় হায়, হায়, হায় পিছুটান ছেড়ে আসমান ছুঁয়ে দেখতে চাই তোমার চোখের কোণে জমেছে মেঘ বৃষ্টি নামার অপেক্ষায় যদি পারো আমায় চিঠি দিও চোখের কালিতে আমার নামটা লিখো জানবে পাহারায় আমার মৃত শহরটাও যদি বলো তুমি হবে আমার ♪ ও ওই পাহাড়ে চলো বদলে যাই আর গান শোনাই এই গিটারে বাঁধা অন্য কবিতায় হায়, হায়, হায় পিছুটান ছেড়ে আসমান ছুঁয়ে দেখতে চাই তোমার চোখের কোণে জমেছে মেঘ বৃষ্টি নামার অপেক্ষায় বৃষ্টি নামার অপেক্ষায় বৃষ্টি নামার অপেক্ষায়, হো (অপেক্ষায়) বৃষ্টি নামার অপেক্ষায় বৃষ্টি নামার অপেক্ষায়