Kishore Kumar Hits

Prithibi - Classroom lyrics

Artist: Prithibi

album: Chapter, Vol. 2


Classroom-এ নামে শীতঘুম অসময়ে
Last period ছুটির ঘণ্টা
আমি তার অপেক্ষায়
চারতলা সিঁড়ি ভেঙে canteen-এ
লুকোচুরি মন ভাবে থুরি
যদি একটু সে তাকায়

বোকা cellphone-gallery ঘেঁটে তার ছবি
এইভাবে ঠিক জন্মায়
আমাদেরই মত শত কবি
College-এর সব বন্ধুরা
বলে, "আয়নায় মুখ দেখে আয়"
আমি জানি ভালোবাসি তোমায়
জানি না বলবো কী করে তোমায়
আমি নিয়েছি পিছু আজ college ছুটির পর
সস্তা বিকেল বেলায়
কখনো গড়িয়াহাটার মোড়, নন্দন চত্বর
Bus stop-এ অপেক্ষায়
আমি দেখেছি তোমায়, তুমি দেখেছ আড়াল থেকে
ভালোবাসা ছিল চোখে
মায়ের বকুনি অসহায়, চিঠি লেখা খাতায়
বুক বেঁধে কোন সুখে
বন্ধু, আমি দাঁড়িয়ে আছি
College-এর গেটে অপেক্ষায়
চিঠি হাতে, কত কথা লেখা তোমায়
একটু হলেও পড়ো খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকব অপেক্ষায়

এইভাবে ঠিক কেটে গেল
কতোটা সময়
মানুষ আসলে ধরা দেয় না
তাকে নিজেই চিনে নিতে হয়
তুমি চাইতে সপ্তাহে পাঁচদিন
সাজানো সুখী পরিবার
শনি-রবিবার স্বামীর হাত ধরে
সিসিডি বা সিটি সেন্টার
আমার ছিল না দেওয়ার কিছু, ছিল শুধু গান
আর কবিতা আনকোরা
আর জন্মদিনের দিন হাতে লেখা card
আর একগোছা ফুলের তোড়া
তুমি জানালে না ঠিকই
সুখে আছ ভেবে
জানি ব্যস্ত সোনার সংসার
আমার সেই ছেঁড়া jeans আর বয়স বেড়ে যাওয়া
ছেঁড়া চিঠি পুরোনো গীটার
বন্ধু, আমি দাঁড়িয়ে আছি
College-এর গেটে অপেক্ষায়
চিঠি হাতে, কত কথা লেখা তোমায়
একটু হলেও পড়ো খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকব অপেক্ষায়
বন্ধু, আমি দাঁড়িয়ে আছি
College-এর গেটে অপেক্ষায়
চিঠি হাতে, কত কথা লেখা তোমায়
একটু হলেও পড়ো খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকব অপেক্ষায়
বন্ধু, আমি দাঁড়িয়ে আছি
College-এর গেটে অপেক্ষায়
চিঠি হাতে, কত কথা লেখা তোমায়
একটু হলেও পড়ো খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকব অপেক্ষায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists