খাঁচার পাখি উড়তে চায় আবার
পেতে চায় তোমার রক্তের স্বাদ
রঙিন সুতোয় বোনা বিষযোনির আর্তনাদ
অভিশপ্ত সঙ্গমের টানে
বেয়নেট বাঁধি আমার এ প্রাণে
দেওয়ালের ঝোলানো শবের ভিড়ে বন্ধু তুমি আমার
নগ্ন দেহের চোরা স্রোতে জীবন আমার
ভেঙে যাচ্ছে, ভেসে যাচ্ছে সম্পর্কের অধিকার
কোনো অজানা অসুখে গ্রাস করছে এ জীবন
আমি বাঁচতে চাই আবার
♪
শরীরে শরীর ছোঁয়ার সুখে
রাখি মুখ তোমার ওই নিটোল বুকে
গর্তের গভীরে দেখি আমার করোটির উল্লাস
হাসির সাথে হেরে যাওয়া আমার
আসছে মৃত্যু, আসছে আঁধার
শেকল বাঁধা বুকের খাঁচায় জীবনের অভিলাষ
নেতিয়ে পড়া এ শরীর যেন প্রেতপুরীর কারাগার
মিথ্যে প্রতিশ্রুতি নয়, চাই ভালোবাসা সবার
কোনো অজানা অসুখে গ্রাস করছে এ জীবন
আমি বাঁচতে চাই আবার
♪
নেতিয়ে পড়া এ শরীর যেন প্রেতপুরীর কারাগার
মিথ্যে প্রতিশ্রুতি নয়, চাই ভালোবাসা সবার
কোনো অজানা অসুখে গ্রাস করছে এ জীবন
আমি বাঁচতে চাই আবার
বাঁচতে দাও
বাঁচতে দাও
বাঁচতে দাও
আমায়
বাঁচতে দাও
বাঁচতে দাও
বাঁচতে দাও
আমায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist