Kishore Kumar Hits

Prithibi - Nishidhho Poroyana lyrics

Artist: Prithibi

album: Prithibi


রাতজাগা নারীর শোকে দেখেছি প্রথম কালো
যৌনতা শুধু কালো রঙে সেজে রাত দালালবৃত্তি ভালো
দেহবিক্রির সাজানো বাগানে ফুটেছে নতুন ফুল
পুরুষপিতার ভুল তুমি যদিও রুখসানা বুলবুল
তবু বাড়ে বয়স অন্ধ গলিতে
চোখের সামনে ধর্ষিত মায়ের বুকে
একবাটি দুধ-রুটি করছে তাড়া
তৃপ্ত দেহের চিৎকার দিচ্ছে আস্কারা
ভেঙে দাও, চিবিয়ে খাও এই নষ্ট কাঙালপনা
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে দেবো নতুন ঠিকানা
যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে এই আকাশ
সে লালে রক্তের পরিচয়ের বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা

অন্ধকারের অভিশাপ কুড়োনোয় তুমি এখনও মত্ত
বাজি রেখে দাও নিজের জরায়ূ, বাঁচার এটাই শর্ত
সকাল হলে রাত নামে নিলামে ভাঙতি পয়সা দিয়ে
খুচরো বয়স টুকরো স্বপ্ন চোখে বিছানায় গা এলিয়ে
তবু চলে দরদাম ভদ্রবেশীদের
ময়লা দেহের খিস্তি খেউর, চাপা হাসিতে
ভেবে খুন বাড়ে, সন্তান প্রমাদ গোনে
কী দেবে বর্ণপরিচয় না পিতৃপরিচয়
ভেঙে দাও, চিবিয়ে খাও এই নষ্ট কাঙালপনা
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে দেবো নতুন ঠিকানা
যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে এই আকাশ
সে লালে রক্তের পরিচয়ের বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists