শহরের বুকে বৃষ্টি আসছে, চারিদিক ঘনঘোর আবার
বিদ্যুতের ঝলসানিতে ধ্বংস হোক আঁধার
সবকিছু জ্বলে পুড়ে হোক ছাই, আছে যত হিংস্রতা
সৃষ্টির আনাগোনা বাড়ুক, মুছে দিক শূন্যতা
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
♪
আর্ত-মানুষ চিৎকার করে ফেরে
আরো খিদে আরো জ্বালা
শাসকের অন্যায়ে চলে নিয়ম ভাঙার পালা
শরীর বেঁচে খাচ্ছে মা গো, সন্তান তুমি অসহায়
যুদ্ধের শেষে আসুক বৃষ্টি, মুছে দিক অমানিশা
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
♪
বৃষ্টি আসছে আমাদের সুরে সুরে
দিনবদলের স্বপ্ন নিয়ে
মানুষ বাঁচবে আবার ফসল ফলাতে
পাবে নতুন সূর্য মেঘ সরিয়ে
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
দূর অজানায় ছুটে চলি স্বপ্নের হাত ধরে
বাস্তবের হাতছানিতে কালোরাত ভেঙে, ওয়ে
ওয়া রিরা, ওয়ে রা রি রিরিরি রারারা
ওয়া রিরা রারা রে রা রি রারা
রা রিরি রারারা রারারা
ওয়ে, ওয়া রিরা রারা রে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist