Kishore Kumar Hits

Prithibi - He Kritodas lyrics

Artist: Prithibi

album: Prithibi


চাবুক চলছে, ছিটছে রক্ত
টাটকা ক্ষত উলঙ্গ শরীরে
মালিক বলেই বেচছে ওরা
কিনছে তোমায়, মেহমান তুমিও
নখ উপড়েও স্বাদ মেটেনি
ইনসানিয়াত চুলোর দোরে
দরদাম আজ শিকল পরে
উঠেছো তুমি বাজার দরে
আগুন খেয়েও, পাথর ভেঙেও
গড়ছো স্বৈরাচারের মসনদ
তুমি মরলেও কাঁদবে শকুন
খুলবে না তবু আমাদের পোড়া কিসমত
হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে
হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে

পোড়া শরীর, পেরেক পুঁতেও
তাকলিফে রাখে প্রত্নজীবের দল
নিজের সঙ্গে ফালতু লড়াই করে
যবনিকা শুধু মৃত্যুর গ্যাঁড়াকল
ভীড় জমেছে হাজার মানুষের
পশুদের সাথে লড়াই দেখবে বলে
তবু হারোনি এ কথাই ভেবে
আধখানা পোড়া চাঁদই সম্বল
মাঝরাতে যদি ঘুম ভেঙে যায়
কোনো অজানা শীতল স্পর্শে
দেখবে মৃত্যু ঘুমিয়ে আছে
তোমার সাথেই, তোমার পাশে
হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে
হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে

হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে
হে ক্রীতদাস, তুমি চাওনি
বাঁচতে আমাদের একজন হয়ে
হে ক্রীতদাস, তুমি পাওনি
যা চেয়েছো আমাদের হাত ছুঁয়ে
হে ক্রীতদাস

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists