নির্ভীক রাতে কোনো বোমার আঘাতে ছিন্নভিন্ন শরীর ব্যস্ত প্রতিবাদে ভীষণ অশান্ত, আমি রণ-ক্লান্ত বিপ্লবী বলে রাখি, মরেছি অপঘাতে আমার রক্তে লেখা শেষ চিঠিটাও জানি পৌঁছবে যদি তুমি চাও হাঁটবে তুমি আমার এই মিছিলে বলো, বিপ্লব তুমি দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হও প্রতিবাদের এ মিছিলে ক্লান্ত আমরা সবাই প্রাণ জুড়ে গান গেয়ে লড়ব বাঁচার লড়াই কালো রঙের ফোটাব ফুল, হই যদি আমিও জবাই চিঠি দিয়ো এ শহরের মৃত্যুও করবে বড়াই ♪ সমাজতন্ত্র আজ ধর্ষিত যন্ত্র কর্ষিত মন্ত্র হোক হত্যার অপরাধে পিস্তল তৈরি, ঝলসাবে গুলি আসামীর খুলি আজ উড়বে মাঝরাতে আঁধার রাতে লেখা এই ইতিহাস জানি থাকবে না কোনো বইয়ের পাতায় জড়ো হয়েছি আজ এই মিছিলে দেখি শয়তান, আজ তোকে কে বাঁচায়! তোকে কে বাঁচায়! প্রতিবাদের এ মিছিলে ক্লান্ত আমরা সবাই প্রাণ জুড়ে গান গেয়ে লড়ব বাঁচার লড়াই কালো রঙের ফোটাব ফুল, হই যদি আমিও জবাই চিঠি দিয়ো এ শহরের মৃত্যুও করবে বড়াই ♪ বিপ্লব দীর্ঘজীবী হোক