"চোখ গেল, চোখ গেল" কেন ডাকিস রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
"চোখ গেল, চোখ গেল" কেন ডাকিস রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
তোর ও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে
চোখ-গেল পাখি
তোর ও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
"চোখ গেল, চোখ গেল" কেন ডাকিস রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
♪
চোখের বালির জ্বালা জানে সবাই রে
জানে সবাই
চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে
তার ওষুধ নাই
কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আঁখি রে
চোখ-গেল পাখি
"চোখ গেল, চোখ গেল" কেন ডাকিস রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
♪
তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে
তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে
"চোখ গেল" ভুলে রে "পিউ কাঁহা, পিউ কাঁহা" বলে
তাই ডাকিস অনুরাগে রে
ওরে বন-পাপিয়া
কাহার গোপন প্রিয়া ছিলি আর জনমে
ওরে বন-পাপিয়া
কাহার গোপন প্রিয়া ছিলি আর জনমে
আজো ভুলতে না'রিস, আজো ঝুরে হিয়া
আজো ভুলতে না'রিস, আজো ঝুরে হিয়া
ওরে পাপিয়া, বল যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকি রে
ওরে পাপিয়া, বল যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকি রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
"চোখ গেল, চোখ গেল" কেন ডাকিস রে
চোখ-গেল পাখি রে, চোখ-গেল পাখি
"চোখ গেল, চোখ গেল"
"চোখ গেল, চোখ গেল"
"চোখ গেল, চোখ গেল"
Поcмотреть все песни артиста
Other albums by the artist