Kishore Kumar Hits

Sukumar Mitra - Churi Kinkini lyrics

Artist: Sukumar Mitra

album: Raag Bichitra


চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
বাজে পায়ে পাঁয়জোর ঘুঙুর ঝুমুর ঝুমুর
গাহে পাপিয়া পিয়া পিয়া শুনি সে সুর
বাজে পায়ে পাঁয়জোর ঘুঙুর ঝুমুর ঝুমুর
গাহে পাপিয়া পিয়া পিয়া শুনি সে সুর
শত পরান হতে চায় ঐ চরণে নূপুর
হৃদি হতে চায় চাবি তাহার আঁচলে
শত পরান হতে চায় ঐ চরণে নূপুর
হৃদি হতে চায় চাবি তাহার আঁচলে
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে

পথিকে বধিতে কি নদীতে সে জলকে যায়
ছল ছল বলি তাহার কলসিতে জল ছলকে যায়
পথিকে বধিতে কি নদীতে সে জলকে যায়
ছল ছল বলি তাহার কলসিতে জল ছলকে যায়
কাজল-ঘন চোখে বিজলি জ্বালা ঝলকে যায়
কাজল-ঘন চোখে বিজলি জ্বালা ঝলকে যায়
মন-পতঙ্গ ধায় ঐ আঁখির অনলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
জলে জোয়ার উথলে
নীল জলে জোয়ার উথলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists