Kishore Kumar Hits

Sukumar Mitra - Gulbagichar Bulbuli Ami lyrics

Artist: Sukumar Mitra

album: Ajo Bole Koyeliya


গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল, হায়
গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল, হায়
অনুরাগের লাল শারাব মোর
চোখে ঝলে ঝলমল, হায়
গুল-বাগিচার...

আমার গানের মদির ছোঁয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়
সে গান শুনে প্রেম-দিওয়ানা
কবির আঁখি ছলছল, হায়
সে গান শুনে প্রেম-দিওয়ানা
কবির আঁখি ছলছল, হায়
গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল, হায়

হায়, লাল শিরাজীর গেলাস হাতে
তন্বী সাকি পড়ে ঢুলে
আমার গানের মিঠা পানির
লহর বহে নহর-কূলে

ডুকরে ওঠে আনারকলি
নাচে ভ্রমর রং-পাগল, হায়
ডুকরে ওঠে আনারকলি
নাচে ভ্রমর রং-পাগল, হায়
গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল, হায়
গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল, হায়
গুল-বাগিচার...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists