Sukumar Mitra - Piya Swapane Eso Nirojone lyrics
Artist:
Sukumar Mitra
album: Ajo Bole Koyeliya
স্বপনে এসো নিরজনে
পিয়া, স্বপনে এসো নিরজনে
আধো রাতে, রাতে
আধো রাতে চাঁদের সনে
পিয়া, স্বপনে এসো নিরজনে
♪
রহিব যখন মগন ঘুমে
রহিব যখন মগন ঘুমে
যেয়ো নীরবে নয়ন চুমে'
যেয়ো নীরবে নয়ন চুমে'
মধুকর আসে যেমন গোপনে
মধুকর আসে যেমন গোপনে
মধুকর আসে যেমন গোপনে
মল্লিকা চামেলি বনে
এসো নিরজনে
পিয়া, এসো নিরজনে
পিয়া, স্বপনে এসো নিরজনে
বাতায়নে চাঁপার ডালে
এসো কুসুম হয়ে নিশীথ কালে
ভীরু কপোতের সম এসো হৃদয়ে মম
ভীরু কপোতের সম
ভীরু কপোতের সম এসো হৃদয়ে মম
মালা হয়ে বাসর শয়নে
মালা হয়ে বাসর শয়নে
এসো নিরজনে
পিয়া, এসো নিরজনে
পিয়া, স্বপনে এসো নিরজনে
Поcмотреть все песни артиста
Other albums by the artist