মেঘের ডমরু ঘন বাজে
মেঘের ডমরু ঘন বাজে
বিজলি চমকায় আমার বনছায়
বিজলি চমকায় আমার বনছায়
মনের ময়ূর যেন সাজে
মনের ময়ূর যেন সাজে
মেঘের ডমরু ঘন বাজে
♪
বাজে, বাজে, ঘন বাজে
মেঘের ডমরু ঘন বাজে
♪
সঘন শ্রাবণ গগন-তলে
সঘন শ্রাবণ গগন-তলে
রিমি ঝিমি ঝিম নবধারা জলে
চরণ-ধ্বনি বাজায় কে সে
চরণ-ধ্বনি বাজায় কে সে
নয়ন লুটায় তারি লাজে
নয়ন লুটায় তারি লাজে
মেঘের ডমরু ঘন বাজে
♪
ওড়ে গগন-তলে গানের বলাকা
শিহরণ জাগে উজ্জ্বল পাখা
ওড়ে গগন-তলে গানের বলাকা
শিহরণ জাগে উজ্জ্বল পাখা
সুদূরের মেঘেরা অলকার পানে
ভেসে চলে যায় শ্রাবণের গানে
কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়
কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায়
হৃদয়ে কার স্মৃতি রাজে
হৃদয়ে কার স্মৃতি রাজে
মেঘের ডমরু ঘন বাজে
মেঘের ডমরু ঘন বাজে
মেঘের ডমরু ঘন বাজে
Поcмотреть все песни артиста
Other albums by the artist