Kishore Kumar Hits

Samia Mahbub Ahmad - Srijana Chhande Anande lyrics

Artist: Samia Mahbub Ahmad

album: Srijana Chhande: A Tribute to Kazi Nazrul Islam


সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো
সৃজন ছন্দে...

ছড়াক তব জটিল জটা
শিশু-শশীর কিরণ-ছটা
ছড়াক তব জটিল জটা

ছড়াক তব জটিল জটা
শিশু-শশীর কিরণ-ছটা
উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো
সৃজন ছন্দে...

মন্দ-স্রোতা মন্দাকিনী সুরধনী-তরঙ্গে
মন্দ-স্রোতা মন্দাকিনী সুরধনী-তরঙ্গে
সঙ্গীত জাগাও হে তব নৃত্য-বিভঙ্গে
সঙ্গীত জাগাও হে তব নৃত্য-বিভঙ্গে

ধুতুরা ফুল খুলিয়া ফেলি
জটাতে পরো চম্পা বেলী
ধুতুরা ফুল খুলিয়া ফেলি

ধুতুরা ফুল খুলিয়া ফেলি
জটাতে পরো চম্পা বেলী
হে আদি কবি, নবীন বাণী তোলো তোলো
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো
সৃজন...
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো
সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
হে মহকাল প্রলয়-তাল ভোলো ভোলো ভোলো
সৃজন ছন্দে...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists