Kishore Kumar Hits

Samia Mahbub Ahmad - Eki Ashimo Piyasha lyrics

Artist: Samia Mahbub Ahmad

album: Srijana Chhande: A Tribute to Kazi Nazrul Islam


একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!
শত জনম গেল তবু মিটিল না
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা
তোমারে পাওয়ার আশা
একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!

সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
সাগর চাহিয়া চাঁদে

সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
অসীম ভালোবাসা
একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন

তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
মেটেনি প্রেমের পিয়াসা
মেটেনি প্রেমের পিয়াসা
একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!
শত জনম গেল তবু মিটিল না
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা
তোমারে পাওয়ার আশা
একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!
একি অসীম পিয়াসা!

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists