Kishore Kumar Hits

Samia Mahbub Ahmad - Shookno Patar Nupur Paaye lyrics

Artist: Samia Mahbub Ahmad

album: Srijana Chhande: A Tribute to Kazi Nazrul Islam


শুকনো পাতার নূপুর পায়ে
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘূর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়

দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল-চাঁপার কলি
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল-চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছলছলি
চঞ্চল ঝরনার জল ছলছলি
মাঠের পথে সে ধায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়

বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়

ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর বনমনোহারিণী
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর বনমনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
শুকনো পাতার নূপুর পায়ে
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘূর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists