কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
তোর ঐ খোঁপা খুলে কেশ হইলো বাউল
তোর ঐ খোঁপা খুলে কেশ হইলো বাউল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
♪
তোর পথে কে বাজালো মোহন বাঁশি
♪
তোর পথে কে বাজালো মোহন বাঁশি
ঘরে ফিরে যেতে হইলো ভুল
ঘরে ফিরে যেতে হইলো ভুল
আবার কে নিলো কেড়ে তোর পৈঁচি চুড়ি
আবার কে নিলো কেড়ে তোর পৈঁচি চুড়ি
আহা, বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল, খোয়ালি কুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
♪
ও সে বুনো পাগল পথে বাজায় মাদল
পায়ে ঝড়ের নাচন, শিরে চাঁচর চুল
♪
ও সে বুনো পাগল পথে বাজায় মাদল
পায়ে ঝড়ের নাচন, শিরে চাঁচর চুল লো
♪
দিলো নাকে কে নাকছাবি বাবলা ফুলি
দিলো নাকে কে নাকছাবি বাবলা ফুলি
কুঁচের চুড়ি আর ঝুমকো ফুল দুল
কুঁচের চুড়ি আর ঝুমকো ফুল দুল
নিয়ে লাজ দুকূল দিলো ঘাঘরি কে
নিয়ে লাজ দুকূল দিলো ঘাঘরি কে
আবার গাগরী ভাসাল জলে বাতুল, জলে বাতুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
তোর ঐ খোঁপা খুলে কেশ হইলো বাউল
তোর ঐ খোঁপা খুলে কেশ হইলো বাউল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল
Поcмотреть все песни артиста
Other albums by the artist