অন্ধ সেজে থাকবো না, দেয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ (চোখ, চোখ, চোখ)
অন্ধ সেজে থাকবো না, দেয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ
ধর্ম মানে বর্ম নয়, ভাত-কাপড়ে হবে জয়
আমার ভেতর এক সাধারণ লোক
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
দিব্যি তোমায়
♪
কাঁটাতার মুছে দাও আগামীর দু'চোখে
নিঃশ্বাসে বেঁচে থাকে সুর (সুর)
কাঁটাতার মুছে দাও আগামীর দু'চোখে
নিঃশ্বাসে বেঁচে থাকে সুর
গোলা ভরা ধান আর জীবনের উৎসব
বিশ্বাসে কিছু রোদ্দুর
যেখানে আলি আকবর মিশেছে নিখিলে
ভালোবাসা আছে অন্ত্যমিলে
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
♪
স্বপ্নের barricade, প্রতিবাদে চুম্বন
বিক্ষোভে চৌরাসিয়া
ও, স্বপ্নের barricade, প্রতিবাদে চুম্বন
বিক্ষোভে চৌরাসিয়া
গোলাপের বেয়নেটে পেতে দাও এ বুক
কন্ঠে যে বড়ে গোলাম মিয়া
যেখানে আসছে সকাল আলোর আয়োজন
সেখানে ভাসিয়ে দেবো আমার এই মন
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
অন্ধ সেজে থাকবো না, দেয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ (চোখ)
ধর্ম মানে বর্ম নয়, ভাত কাপড়ে হবে জয়
আমার ভেতর এক সাধারণ লোক
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
আমার আল্লাহ বাঁধে এই ঘর, বুক ভরা ঈশ্বর
আমি রুখতে জানি ঝড়, ভালোবাসার দিব্যি তোমায়
Поcмотреть все песни артиста