Raghab Chattopadhyay - Bhoriya Poran Sunitechhi Gaan lyrics
Artist:
Raghab Chattopadhyay
album: Ebaar Nazrul
ভরিয়া পরাণ শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরাণ শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
স্বপন মাখিয়া সোনার পাখায়
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরাণ শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
♪
হিজল বিছানো বন পথ দিয়া
হিজল বিছানো বন পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া
নদীর পারে বন কিনারে
নদীর পারে বন কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরাণ শুনিতেছি গান
♪
চন্দ্রচূড় মেঘের গায়, মরাল-মিথুন উড়িয়া যায়
চন্দ্রচূড় মেঘের গায়, মরাল-মিথুন উড়িয়া যায়
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ চোর
বহিছে পবন গন্ধ চোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরাণ শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরাণ শুনিতেছি গান
Поcмотреть все песни артиста
Other albums by the artist