Kishore Kumar Hits

Srabani Sen - Har Mana Har lyrics

Artist: Srabani Sen

album: Har Mana Har


হার-মানা হার পরাব তোমার গলে
হার-মানা হার পরাব তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার-মানা হার পরাব তোমার গলে

জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
পাষাণ তখন গলিবে নয়নজলে
হার-মানা হার পরাব তোমার গলে

শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিন-তরে
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিন-তরে
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
গভীর মরণ লভিব চরণতলে
হার-মানা হার পরাব তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার-মানা হার পরাব তোমার গলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists