চাঁদের আলো খুঁজলে চাঁদেতে আঁধার আমি তোমার খোঁজে লিখি বারবার আমি যত দূরে যেতে চাই হারিয়ে আজ আমায় স্বপ্নগুলো খুঁজে বারবার কারে বলবো কষ্ট? আয়নাও আপন না যারে বন্ধু ভাবতাম, বন্ধু সে আসল না আমি বন্ধ ঘরে গল্প লিখি অন্ধকারে আত্মহত্যাই আমার, আত্মাটা যে গেছে মরে স্মৃতি সাথে আছে, তুমি সাথে নেই আমার সঙ্গীত আমায় কষ্টের দিনে মনে শান্তি দেয় তারে ভেবে দেখলাম কল্পনারই গল্প পুরো বাস্তবতা এত নিষ্ঠুর কাঁদানো গল্পগুলো আজ প্রেমে আমি অন্ধকারের ছন্দ সাজাই, গল্প বানাই, খুঁজি শব্দে তারে শান্তি মনে, শান্তি খুঁজলাম আমি যে তোমাতে তুমি মনটা ভাঙলে, বদলে গেল মন পাথরে শব্দেরই দুনিয়া ভালোবাসিয়াছো তুমি তাই লিখা সব কবিতায় আমি শুধু কেন তোমাকে খুঁজে পাই শব্দেরই দুনিয়া ভালোবাসিয়াছো তুমি তাই লিখা সব কবিতায় আমি শুধু কেন তোমাকে খুঁজে পাই কবির মনের গভীরে কষ্ট এমন নয় খোলা চোখে দেখি স্বপ্ন যে স্বপ্নে জীবন কাটে, স্বপ্নটা আমায় বাঁচিয়ে রাখে পাইনি সান্ত্বনাও যখন নিজেকে অযোগ্য লাগে প্রতিদিনের জীবনটাকে প্রার্থনা আমি কষ্ট খাতায় লিখি, বোঝেনি কেউ মর্ম তার আমি স্রষ্টার সৃষ্টি সেরা, মৃত্যুর আগে হারবো না আমার বিশ্বাস মালিক আমায় হেরে গেলেও ছাড়বে না আজ চেনা পথে আমি পথভ্রষ্ট মুখে থাক হাসি, যদিও মনে খুব কষ্ট লোকে বলে শুনেছি হয়েছি নষ্ট আমি নষ্ট স্বভাবে নই, অভাবে আর কষ্টে আমি জানি আমি ব্যর্থ না আমার আল্লাহ শোনে কষ্ট, তাই এ ব্যথাও মন্দ না হয় আর সহ্য না কত কিছু মনে রাখা, কেমনে করে সইবো তা শব্দেরই দুনিয়া ভালোবাসিয়াছো তুমি তাই লিখা সব কবিতায় আমি শুধু কেন তোমাকে খুঁজে পাই শব্দেরই দুনিয়া ভালোবাসিয়াছো তুমি তাই লিখা সব কবিতায় আমি শুধু কেন তোমাকে খুঁজে পাই