Kishore Kumar Hits

FRAZE KHAN - Mukto lyrics

Artist: FRAZE KHAN

album: Jibonto Somadhi


অনে তুমি যাও বারাইয়া দেখবায়নে
তুমারে রাস্তাত আটকাইয়া কিতা করে
বুড়া অউক আর জুয়ান অউক
আটকাইয়া রাইকা তারা হকান নিয়া রাখে
সাদা চাদর, এক মা আর নিষ্পাপ তার শিশু
শুয়ে শোনে পরিবার যেন সাদা কাপড় কিনে
তাদের পুঁতে ফেলতে চায় মাটির অতল গভীরে
কেন দেয়নি জন্ম শালি একটি ছোট ছেলে?
বল কিভাবে পালবি এই সুন্দর মেয়েটিকে?
কিভাবে দিবি ছেড়ে
জানোয়ার ভরা दुनिया-তে?
কিভাবে ভাববি তুই নিরাপদে তোর মেয়ে?
যখন দেখবি খবরের কাগজ
ভরা শুধুই rape case-এ
কিভাবে রাখবি বাঁচিয়ে যখন সমাজ চায় না?
তার পায়ের ফাঁকে নজর দিয়ে সব হিংস্র হায়না
সুযোগের অপেক্ষায়, মানুষ সে ভাবিস না
সমাজের কাছে সে যে শিকার এক অসহায়
তারপরো বেঁচে থাকার
লড়াইয়ে আজ এগিয়ে সে
বাধা আর ঝড়, করে ভর
তার কাঁধে এসে
সবাই তাকে দেখে
ভাবে একটি যোনি শুধুই
খাঁচার ভেতর পাখি
পেতে চায় মুক্তি যে
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ? আবার
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ! আবার
শুনো শুনো জনগন, শুনো দিয়া মন
প্রতিদিন Import ধর্ষণের কাফন
যাত্রীবাসে একা পেয়ে গণধর্ষণ
Rape এর record ভেঙে
Award করবে দেশ অর্জন
দারিদ্র্যসীমায় নিচে ছিলো
আজ চরিত্রসীমার
যে যাকে পারে করতেসে
Tissue-র মতো ব্যবহার
আমরা নিজের বোনের জন্য
রক্ষার হাতিয়ার
কিন্তু অন্যের বোনের জন্য
আমরাই সেই জানোয়ার
আমার স্বাধীন দেশ, স্বাধীন বাংলা
বাক স্বাধীনতার রূপে
করি আমরা অবহেলা
আজ সবাই স্বার্থপর
MC College zone
ধর্ষক মূর্খ নেতা সব
ছয়টা হায়নার একটা শিকার
মনে তাদের হিংস্র লোভ
চার বছর পেরিয়ে
তনু হত্যার বিচার কবে?
আইন Judge করে Trend এ
এই আইন কী অন্ধ তবে?
দেশে দুই-চারটা থাপ্পর মারায়
জুনায়েদ যায় জেলে
হাজারো ধর্ষণ case file
কিন্তু নাই বিচার court-এ
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ? আবার
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ? আবার

ওঅন ও বেদনা করে?
অকন ও বেদনা করে পেটর তলাত
পেটের তলায় রক্ত চাকায় জমে
যখন মাসিক ওয় তখন যায় বারাইয়া চাকা চাকায় রক্ত
লাথ মারার বাদ তনে চাকা চাকা ওইয়া বই থাকছে
নানি ত পানি দেওয়ার লগে লগে বারাইয়া যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists