Kishore Kumar Hits

Tabib Mahmud - Hishab Mile Na lyrics

Artist: Tabib Mahmud

album: Hishab Mile Na


হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
চলে চলে রিকশা চলে, তলে তলে চলে লেনদেন
মিলনের হাতে cellphone, ছোটো খোকা দেখে Ben 10
মুখে মুখে ঘোরে বার্তা, লাল ঠোঁটে পান-জর্দা
কাপড়চোপড় সেলাই করি, আমাদের ঘাম সস্তা
Lollipop মুখে দিয়ে খোলা মিষ্টির স্বাদ পেয়ে
Uncle চুরি করে মিষ্টি পান খেয়ে
মেয়েদের হাতে চুড়ি, ছেলেদের পেটে ভুঁড়ি
প্রেমিকের পকেট ফাঁকা, প্রেমিকার মাথায় বাড়ি
Superhit singer যশোরের আয়নাল
বাবুদের গান গেয়ে সারা দেশে viral
জাতের খেলা জাতির খেলা খেলতে খেলতে কাটে বেলা
খিলাড়িদের মিলনমেলা, মন ভাঙে, দেহে জ্বালা
ভাল্লাগে না
মরিচের ঝাল আর ঝাল লাগে না
পুঁইশাক পানি খেয়ে তাল লাগে না
আগুনের দিনগুলো কেন কাটে না?
আত্মার সুখ নাই
এ আমার দিনদুনিয়ার হিসাব মিলে না
প্রদীপে তেল ভরিলাম, বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
ঘুণে খাওয়া পোকাটার দর্শন (দর্শন)
শিরোনামে লাল হওয়া ধর্ষণ (ধর্ষণ)
মেয়েদের হাতে কেন চুড়ি আর
পুরুষের হাতে কেন তলোয়ার?
আনোয়ার, আর না (আর না)
কয়রার পানি ভাসে খুলনা, যেন এটা খেলনা
ঠিক যেন বারোমাসি কোনো এক বন্যা
মাতমের সুরে কী যে কান্না!
বালকের হাতে phone, ঘরে phone, কানে phone
Cellphone-এ পড়ে থাকি সারাক্ষণ
অন্যের room-এ করি আলাপন
ফাঁস হয়ে যায়, সবই viral; shit!
Photocopy করে আমি graduate hit
বাংলায় বলে মলমূত্র
A plus B whole squre-এর সূত্র
Whole squre-এর সূত্র (সূত্র)
এ আমার দিনদুনিয়ার হিসাব মিলে না
প্রদীপে তেল ভরিলাম, বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না
আমার হিসাব মিলে না, মিলে না
প্রদীপের বাত্তি জ্বলে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists