Kishore Kumar Hits

Tabib Mahmud - Chap Nai lyrics

Artist: Tabib Mahmud

album: Chap Nai


এই আমি রানা GullyBoy, থাকি চুপচাপ
আমি ভাঙা লাঠি দিয়া মারি বড়ো বড়ো সাপ
এটা কামরাঙ্গির চর
Temperature বেশি, ১০৪ ডিগ্রি জ্বর
ঢাকা কাপে থর থর
লাগে এক বলে ছয় run, মাঠে সাকিব আল হাসান
পুরা gallery-'র চাপ, আর আমি চাপের বাপ
বিশাল ছক্কা মাইরা দিছি, মাইপা সব খাপে খাপ
খুশি শুভ্র ভাই, নিলো নেতা নেতা ভাব
নিচে half-pant পরা, মুখে pipe হাতে ডাব
আবার মুখ দিয়ে beat মারে, মাঝে মাঝে দম ছাড়ে
ওস্তাদ চাপ খাইয়া বাপ ডাকে, hip-hop song ছাড়ে
টিকা বড়ো tough, করে না কেউ কাউরে মাফ
আবার check-in দিয়ে five star-এ toilet করে সাফ
পুরা জীবন কাপঝাপ, মুখে fake-fake হাসি
আরে চাপ নাই ভায়া, আমি তোরে ভালোবাসি
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আকাশ ভরা তারা, আমার চাঁদ বাগানে বাঁশ
নদীর বাধ ভাইঙ্গা কুমির ঢুইকা গলায় দিছে ফাঁস
সে কি মহা সর্বনাশ
অল্প বিদ্যা ভয়ংকরী, অহংকারী দাস
সাজছে জ্ঞানী, হইছে ত্রাস
আরে চোরের মা'র বড়ো গলা, গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান, গুলাই ফেলছে রাত-দিন
রুটির উপর সবজি দিয়া নাম দিছে pizza
গরমে আরামে শরমে ভুইলা বয়ে বয়ে পড়ছে লজ্জা
ধর তক্তা মার পেরেক, বুঝা বড়ো tough
ভালোবাসা চাইলাম full, তুমি দিলা আমায় half
আমার হাসিখুশি মুখ, তবু বাসি হয় না মন
তাই চাপে খেলি ভালো, খুলি কালো আবরণ
আরে নাম যার 'চাপ নাই, তার চাপ সীমাহীন
চামের উপর বামে যাইয়া চাপ খাইছে আলাদিন
চেরাগ হাতে ধরায় দিয়া দৈত্য মামা হাওয়া
ওই চাপ নাই, পেরা নাই, চাপ নাই ভায়া
লবণ ছাড়া roast
Facebook-এ ছোটো কইরা ছবি দিছে পোস্ট
যার caption নাই
আমার অভিধানে চাপ নেয়ার option নাই
ভাইকে বিশ্বাস করলে কোনো tension নাই
আরে লবণ ছাড়া roast
Facebook-এ ছোটো কইরা ছবি দিছে post
যার caption নাই
আমার অভিধানে চাপ নেয়ার option নাই
আরে নাই-নাই-নাই, কোনো tension নাই
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ
আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও আমি তার বাপ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists