Kishore Kumar Hits

Tabib Mahmud - Ki Manush Banaila Bhobe lyrics

Artist: Tabib Mahmud

album: Ki Manush Banaila Bhobe


কী মানুষ বানাইলা ভবে
জানে না কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন
আজীবন বাচবে কত কিছু করবে
বাড়ি নারী আহা কতদেশ ঘুরবে
কত রাত জেগে তারা কতকিছু ভাববে
প্রাণ পাখি উড়ে গেলে দেহখানা পচবে
একদিন বুঝবে সেই বুঝে লাভ নাই
মারা গেলে মানুষের ছিটেফোঁটা দাম নাই
গাড়ি বাড়ি পরে রবে থাকবে না মহাজন
এইটাই জীবনের চির চেনা আচরণ
কেন এত চিন্তা এটা চাই ওটা চাই
কেন এত টেনশন এটা নাই ওটা নাই
পৃথিবীর সম্পদ পৃথিবীতে পরে রয়
গত হয়ে যায় সব দুদিনের পরিচয়
মাটির দেহ ফের মাটি হয়ে যায় তারে
হাঁ করে গিলে খায় কবরের গ্রাস সেতো
নিছক এক দাস জানে না কী হবে কাল
বদলায় সব কিছু সকাল বিকাল
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেন সে বাচবে আজীবন রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন
দুনিয়া দুই দিন সময়টা অল্প
এখানে জমা হয় জীবনের গল্প
জমিদারি বাহাদুরি ক্ষণিকের মঞ্চে
টাকা পেয়ে ভুলে যাই শেকড়ের শিল্প
সুখী হতে চায় মন সুখ কী জানে না
গুলশানে বাড়ি তাই আর কিছু লাগে না
দামি গাড়ি নারী পেয়ে হতাশায় মারা যায়
খ্যাতি ছাড়া মানুষেরা আর কিছু চিনে না
দূর থেকে মনে হয় সুন্দর সবকিছু
ছুটি তাই পিছু পিছু একাকার দিনরাত
ভাটির পানিরা কয় হায়রে মানব জাত
বাহিরটা পরিপাটি ভেতরে সদর ঘাট
আমাদের চোখ আছে তবু কিছু দেখি না
প্রকৃতির কাছ থেকে মোরা কিছু শিখি না
জীবনটা ক্ষণিকের বেমালুম ভুলে যাই
সুখি হতে গিয়ে মোরা হতাশায় ডুবে যাই
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন রে দয়াল
যেন সে বাঁচবে আজীবন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists