মেঘ বিবাগী হলে, বিবাগী হলে মেঘ বিবাগী হলে, বিবাগী হলে দেশ ছেড়ে অন্য দেশে উড়ে যায় তবু সে উড়ে যায়, তবু সে উড়ে যায় আকাশের ছায়ায় শুধু এই মন বিবাগী হলে শুধু এই মন বিবাগী হলে জানি না, জানি না, জানি না সে কোথায় হারায় ♪ পূর্ণিমা বিবাগী হলে লোকে তারে অমাবস্যা বলে পূর্ণিমা বিবাগী হলে লোকে তারে অমাবস্যা বলে জোনাকিরা জ্বলে জ্বলে তবুও তো পথ চেনায় শুধু এই মন বিবাগী হলে শুধু এই মন বিবাগী হলে জানি না, জানি না, জানি না সে কোথায় হারায় ♪ পাখিরা বিবাগী হলে নীড় ছেড়ে দিগন্তে পালায় পাখিরা বিবাগী হলে নীড় ছেড়ে দিগন্তে পালায় নীলিমা ভ্রমন শেষে ফিরে আসে নীড়ের মায়ায় শুধু এই মন বিবাগী হলে শুধু এই মন বিবাগী হলে জানি না, জানি না, জানি না সে কোথায় হারায় মেঘ বিবাগী হলে, বিবাগী হলে মেঘ বিবাগী হলে, বিবাগী হলে দেশ ছেড়ে অন্য দেশে উড়ে যায় তবু সে উড়ে যায়, তবু সে উড়ে যায় আকাশের ছায়ায় শুধু এই মন বিবাগী হলে শুধু এই মন বিবাগী হলে জানি না, জানি না, জানি না সে কোথায় হারায়