আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
কত সুন্দর স্বপ্ন তুমি দেখাইলা
মনে কত আশা তুমি জাগাইলা
চন্দ্র-তারা সাক্ষী রাইখা শপথ করিলা
সেই কথা কেমন কইরা ভাঙিয়া দিলা
চন্দ্র-তারা সাক্ষী রাইখা শপথ করিলা
সেই কথা কেমন কইরা ভাঙিয়া দিলা
আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
♪
কৃষ্ণচূড়ার ছায়াতলে বসিয়া দুইজন
আমার হাতে হাত রাখিয়া করেছিলে পণ
ও, কৃষ্ণচূড়ার ছায়াতলে বসিয়া দুইজন
আমার হাতে হাত রাখিয়া করেছিলে পণ
আমারে যে বলেছিলে তোমায় যেন যাই না ভুলে
আমারে যে বলেছিলে তোমায় যেন যাই না ভুলে
আমি তো ভুলিনি তোমায়, তুমি ভুলিলা
আমি তো ভুলিনি তোমায়, তুমি ভুলিলা
আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
♪
অতি সরল ছিল আমার এই অবুঝ মন
সেই মনটারে ভাইঙ্গা দিলা কাচেরই মতন
ও, অতি সরল ছিল আমার এই অবুঝ মন
সেই মনটারে ভাইঙ্গা দিলা কাচেরই মতন
এমন নিঠুর হবে তুমি কখনো ভাবিনি আমি
এমন নিঠুর হবে তুমি কখনো ভাবিনি আমি
এত চেনা মানুষ তুমি অচেনা হইলা
এত চেনা মানুষ তুমি অচেনা হইলা
আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
কত সুন্দর স্বপ্ন তুমি দেখাইলা
মনে কত আশা তুমি জাগাইলা
চন্দ্র-তারা সাক্ষী রাইখা শপথ করিলা
সেই কথা কেমন কইরা ভাঙিয়া দিলা
চন্দ্র-তারা সাক্ষী রাইখা শপথ করিলা
সেই কথা কেমন কইরা ভাঙিয়া দিলা
আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
আন্ধার ঘরে বাত্তি জ্বালাইলা
প্রেমের ঘরটা আলো করিলা
Поcмотреть все песни артиста
Other albums by the artist