ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া ♪ পৌষ-পাবনের মেলা বসলে তারে লইয়া যাইতাম তালবাতাসা, রসগোল্লা তারে খাওয়াইতাম আরে, পৌষ-পাবনের মেলা বসলে তারে লইয়া যাইতাম তালবাতাসা, রসগোল্লা তারে খাওয়াইতাম নাগরদোলায় চড়ে সে আমার পাশে বসে বাঁচবে না সে আমায় ছাড়া, বলতো ভালোবেসে নাগরদোলায় চড়ে সে আমার পাশে বসে বাঁচবে না সে আমায় ছাড়া, বলতো ভালোবেসে টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া ♪ চাঁদের চেয়েও সুন্দর ছিল তার সোনামুখ দেখলে তারে ভরে যেতো আমার সারা বুক ওই চাঁদের চেয়েও সুন্দর ছিল তার সোনামুখ দেখলে তারে ভরে যেতো আমার সারা বুক সেই মেয়েটি কেমন করে অন্তরটা পোড়ায় ধিকি-ধিকিধিকি আগুন জ্বলে, নিভানো যে দায় সেই মেয়েটি কেমন করে অন্তরটা পোড়ায় ধিকি-ধিকিধিকি আগুন জ্বলে, নিভানো যে দায় টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে টুকটুকে লাল শাড়ি পরে, সারা অঙ্গে গয়না পরে বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া বউ সাজিয়া যায় যে আমার বুকটা পাড়াইয়া ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া ম্যাচের কাঠি আমার বুকে জ্বালাইয়া দিয়া স্বামীর ঘরে গেল সে যে বরকে লইয়া