Kishore Kumar Hits

Fossils - Baari Esho lyrics

Artist: Fossils

album: Fossils 4


এ, ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু

এ, ভুলে এসে কত প্রলোভন, ভুলে কত কিছু

উ, ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু
ভুলে এসে কত প্রলোভন, ভুলে কত কিছু
ফিরতে তোমাকে হবে, আমি জানি, জানো তুমি
আজও মনে আছে শেষবার ফিরে তাকানো তুমি
ওহো হো, হো ও ও ও (এ এ এ, ও ও ও)
হো, ও ও ও, ফিরে এসো
ওহো হো, হো ও ও ও (এ এ)
হো, ও ও ও, হে, বাড়ি এসো

জানি traffic-এর সঙ্কটে, যানজটে, দিনকাটে ঝঞ্ঝাটে
পরাধীন এই যাতায়াতে উৎপাতে পথঘাটে চোরা আঘাতে
জানি ক্ষুধার্ত sex আর অবসাদের জঙ্গলে ফেঁসে আছো
নিরাপদ মোড়কের এই শ্বাপদ দেশে

কতদিন শুধু স্বপ্নের cinema-তে
ফিরে পাওয়া তোমায় তোমার আদর
কতদিন ফাটাফাটি সাদা পরিপাটি
বিছানা ডাকে তোমায় নিভাঁজ চাদর
কতদিন ছোঁয়া পাইনি তোমার ঠোঁটের
কতদিন ধরে হয়েছি পাথর
চুপিসারে এসো অভিসারে, দ্যাখো
ঘুমোচ্ছে শহর

হেই
হেই
এত দেরি কোরো না কাছে আসায়
এত দেরি কোরো না ভালোবাসায়
এত দেরি কোরো না বাড়ি ফেরায়, ফেরায়
দ্যাখো পথে, পথে পড়ে আছে, আছে কত গান, হো

ওহো হো, হো ও ও ও
ও ও ও, ফিরে এসো
ওও হো ও ও ও (এ এ)
হো ও ও ও (এ এ)
হো ও ও ও (হে হে হে)
বাড়ি এসো (বাড়ি এসো)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists