Kishore Kumar Hits

Fossils - Dhongsho Romonthon lyrics

Artist: Fossils

album: Fossils, Vol. 3


Hey, now I'm there in the middle of the game
Don't know really, who's to blame
Don't know if his mind was insane
Or a waste of sheer brain
Your wish for money or fame
You're hiding behind your serenade
Deny your past, to blame
Of the charges for suicide
আমাদের বা আমার অতল খাদের কিনারে
আমার ব্যর্থ রঙবদল বিষণ্ণ শহিদ মিনারে
হাওয়ার চাঁদে পা আমার অতল ছাদের কিনারে
মরশুম চায় দলবদল বিষণ্ণতার rock গিটারে
যে বা সাথে ছিল আমন্ত্রণ
ম্লান হতে হতে ধ্বংসাবশেষ তবু
ভাঙা ঝাড় lamp joint চূর্ণ কাঁচে আজও ক্ষতবিক্ষত হয়
ইচ্ছেবুড়ির ক্লান্ত শরীর
সঙ্গ করি ক্লান্ত ফিরি
আহ

দুচোখ এক angle এ তোমরা দেখছ আমায় জানি
আলো নীলেই অন্তরালে সম্পাদিত হয় শয়তানি
আজকের party-'র বৈঠকে আলোচনার বিষয় আমি
সামনে বাহবা পিছনে ছি ছি, বুর্জোয়া ছোটলোক আমি
যে সততা আজ screen এর দাঁড়
আমি দগ্ধ সাপের মতো ছোবল মেরেছে বুকে
ভাঙা বিশ্বাসে বিষনিশ্বাসে ভাসি কোনো বিচারিনীর বেলায়

প্রাক্তন আঁধারের আবেশে প্রাক্তন অনুভবের সারণী
প্রাক্তন কোনো টালবাহানার রেশে
আজও কি দ্বিধাগ্রস্তা ধরণী?
যখন হাঁটি সেই পুরনো পথে
যখন হাঁটো সেই লুকনো ফাঁদে
যখন তুমি প্রত্যাশিত রঙে
রাঙাও আবার মুখ বাজারি রঙে
কী যে হয় আমার তোপধ্বনি
ওহে রমনবিলাসী রমণী

ইচ্ছেবুড়ির ক্লান্ত শরীর
সঙ্গ করি ক্লান্ত ফিরি
ইচ্ছেবুড়ির শ্রান্ত শরীর
সঙ্গ করি ক্লান্ত ফিরি
আহ, আহ, আহ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists