Kishore Kumar Hits

Fossils - Haspatale lyrics

Artist: Fossils

album: Fossils, Vol. 3


আমার এ শরীর আজও স্পর্শ চায়
আরও একবার তোমাকে বিছানায়...
মাঝপথে আটকিয়ে যাওয়া আখাঙ্খায়
আজও কেউ বসে দক্ষিণ জানালায়...
দক্ষিণের সামুদ্রিক বাতাসে
নোনা আরও নোনা, নোনতা স্বপ্ন ভাসে...
স্বপ্নেরা সুড়সুড়ি দেয় চাহিদায়
বালিশের সাথে রাত্রি কেঁটে যা-আ-আ-আ-য়...
হাসপাতালে দেখতে এলে
আবার তুমি কেমন আছো
ভালোই আছি, যতদিন আছি, তারপর কালো...
শুধুই কালো, শুধুই কালো
শুধুই কালো, শুধুই কালো, কালো...

আমাকে দিনের বাইরেই ডানদিকে
ব্যালকনিটাতে রাত হয়ে আসে ফিকে
কেউ জানেনা যে আমি আজও জেগে আছি
কোনো অভিশাপে নিস্ফল লেগে আছি
ফসফরাসের মতো ঝিকিমিকি দিচ্ছে
তবু ফুসফুসে ফ্রিকসন ভরে দিচ্ছে
ঐচ্চিক রূপকথাতেই ফিরতে চাই
তাই রোজ রাতে স্বপ্নের তীর্থে যা-আ-আ-আ-ই
হাসপাতালে দেখতে এলে
আবার তুমি কেমন আছো
ভালোই আছি, যতদিন আছি, তারপর কালো...
শুধুই কালো, শুধুই কালো, শুধুই কালো
শুধুই কালো, কালো, কালো, কালো...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists