সমুদ্রের ঢেউ ছিনিয়ে নেয় কত কিছু যা সমুদ্র আবার ফিরিয়ে দেয় এখানেই দেখা হবে জেনো বন্ধু আমার যেখানেই জানিয়েছি বিদায় সমুদ্রের জোয়ার ভাসিয়ে দেয় বারবার যা সমুদ্রের ভাটা রেখে যায় সমুদ্রের টানে আজ আবার এখানে হারিয়েছি যেখানে তোমায় হাজার দুঃস্বপ্ন কেড়ে নিয়ে এই সমুদ্র আবার স্বপ্ন দেখতে শেখায় তাই সমুদ্রের ঢেউ ছিনিয়ে নিলেও যাবতীয় সমুদ্র আবার ফিরিয়ে দেয় ভুলে যেতে চায় সকল ফেলে আসা যন্ত্রণা ফেলে দিতে চায় ছেলেবেলার জুতো-জামা তবু মাঝরাতে হঠাৎ করে এখনো কান্না পায় ভাঙাচোরা সেই ছেলেবেলা হাতছানি দেয় ফিরে যেতে চাই ফেলে আসা সময়ে ♪ সময়ের ঢেউ ছিনিয়ে নেয় যাবতীয় যা সময় ঠিক আবার ফিরিয়ে দেয় এখানেই দেখা হবে জেনো বন্ধু আমার যেখানেই জানিয়েছি বিদায় সমুদ্রের জোয়ার ভাসিয়ে দেয় বারবার যা সমুদ্রের ভাটা রেখে যায় যা সমুদ্রের ভাটা ফেলে রেখে যায়