ঝলমলে রোদ আর একটু বৃষ্টি আজ তাই হাত পেতেছি দূরে কাছে ছড়িয়ে আছে একমুঠো ज़िन्देगी ঝুপ করে মেঘ আর ছাইরঙা আকাশ সারাটা দিন এই बेखुदी খুব এঁকেবেঁকে গেছে এই রাস্তা আর আমিও চলেছি একটা জীবন একটাই পৃথিবী আমি প্রাণভরে তাই একবার বেঁচে নিই তোমার খোলা হাওয়ায় মুখ ডুবিয়েই তো বেঁছে আছি আজ ज़िन्देगी পাশফেরা পথ, সবুজ এই জঙ্গল স্বপ্নের রং নীল বাদামি দূরের পাহাড়, ডাক দিচ্ছে আমায় আমি হারাতে চলেছি হাত ঘড়িতে সময় বাঁচে কতক্ষণ? দূর পাহাড়ি ব্রিজে একলা আছে মন পথ পেয়েছে পালক, যেমন খুশি দিন ছোট্ট একটা picnic, এত আয়োজন একটা জীবন একটাই পৃথিবী আমি প্রাণভরে তাই একবার বেঁচে নিই তোমার খোলা হাওয়ায় মুখ ডুবিয়েই তো বেঁছে আছি আজ ज़िन्देगी ঘুমভাঙা sunglass আর এক কাপ coffee এর বেশি কিছু, চেয়েছি কি? একছুট ছুটে পথ পেরিয়ে নিজের কাছেই এসেছি ঝলমলে রোদ আর একটু বৃষ্টি আজ তাই হাত পেতেছি দূরে কাছে ছড়িয়ে আছে একমুঠো ज़िन्देगी একমুঠো ज़िन्देगी একমুঠো ज़िन्देगी