একটা দুটো সময়ের বোতাম আজ হাঁটতে হাঁটতে কুড়িয়ে পেলাম একটা দুটো ভালো থাকা হারিয়ে গেল হাওয়ায় ভাসে কার ডাকনাম? বন্ধু ভেঙে পেয়েছি মোহর লুকিয়ে রাখা সোনালী পাথর একা একা ছড়িয়েছি সারা রাতদিন সাজিয়েছি এই শহর কাল যে কী হবে, কেউ তা জানে না সময় তো কোনও চেনা ছকই মানে না হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে জীবন থেমে থাকে না ছেড়ে গেলে ছেড়ে যেতে হয় তবু যে কেন একলা হতে ভয় কিছু থাকে পিছুটান কিছু অভিমান ফেরার আর হয় না সময় হাঁটতে হাঁটতে মিলে যাবে দিক যেভাবে ছোটে ঘরফেরা traffic ফুটপাতে কে খুঁজে পায় হারানো রুমাল? প্রতিদিন নতুন তারিখ কাল যে কী হবে, কেউ তা জানে না সময় তো কোনও চেনা ছকই মানে না হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে জীবন থেমে থাকে না ♪ একটা দুটো পুরনো চিঠি কবেই বা আমরা ভুলতে পেরেছি? ড্রয়ারে লুকিয়ে থাকে ডায়রির মতো অতীতের হীন জ্যামিতি আলগা মুখো বন্দী দূরভাষ মুহূর্তে নিয়ে camera-বিলাস গুনে গুনে জমা করা album-এর রসে এই আছে, এই ইতিহাস কাল যে কী হবে, কেউ তা জানে না সময় তো কোনও চেনা ছকই মানে না হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে জীবন থেমে থাকে না অন্য নামে অন্য কোনও দিন হবে কি দেখা কখনও রঙিন? ঘনিয়ে আসা মেঘে মেঘে বেড়েছে বেলা এ সময় বাহানাহীন ছেড়ে গেলে ছেড়ে যেতে হয় তবু যে কেন একলা হতে ভয় কিছু থাকে পিছুটান কিছু অভিমান ফেরার আর হয় না সময় ♪ কাল যে কী হবে, কেউ তা জানে না সময় তো কোনও চেনা ছকই মানে না হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে জীবন থেমে থাকে না কাল যে কী হবে, কেউ তা জানে না সময় তো কোনও চেনা ছকই মানে না হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে জীবন থেমে থাকে না