কাগজের ফুল সাজায় কার তোড়া আর কার ভালোবাসা যে মুখচোরা কার রঙে ভরবো জীবনের ক্যানভাস কার চোখ আমার চৈত্রমাস মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে রুপকথা বন্দরে খুঁজছি অচেনার আশ্বাস খুঁজে যাই, ছুটে যাই রাত ভরে কি আর ঝাঝা রোদ্দুরের হাত ধরে আমার সকল নিয়ে বসে থাকা আশার কুয়াশায় একা মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে রুপকথা বন্দরে খুঁজছি অচেনার আশ্বাস আড্ডা সুর অলিগলি চেনা চেনা চৌরাস্তা চেয়ে চলি নিয়ে ফিরি আতশ কাচ ভালোবাসার জীবন ছাট এই মজে যাওয়া মনের ইতিহাস মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে রুপকথা বন্দরে খুঁজছি অচেনার আশ্বাস কাগজের ফুল সাজায় কার তোড়া আর কার ভালোবাসা যে মুখচোরা কার রঙে ভরবো জীবনের ক্যানভাস কার চোখ আমার চৈত্রমাস খুজে যাই, ছুটে যাই রাত ভরে কি আর ঝাঝা রোদ্দুরের হাত ধরে আমার সকল নিয়ে বসে থাকা আশার কুয়াশায় একা মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে রুপকথা বন্দরে খুঁজছি অচেনার আশ্বাস মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে রুপকথা বন্দরে খুঁজছি অচেনার আশ্বাস মুখোশের ওপাশে অজানায় ঢাকা সে খুঁজছি আমি আমার সর্বনাশ তেরো নদী ঘুরে (রুপকথা) রুপকথা বন্দরে (বন্দরে) খুঁজছি অচেনার আশ্বাস