Kishore Kumar Hits

Kanak Chapa - Amar Priya Ektu Kalo lyrics

Artist: Kanak Chapa

album: Borshar Bikele


আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো

আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো
ওগো চাঁদ, শোনো না
তুমিও যে নও তার মতো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো

আকাশের যত নীল তারও চেয়ে বেশি নীল
আমারই প্রিয়ার দুচোখে
ঝরনার চেয়ে ওই আরো বেশি সুন্দর
প্রিয়ারই হাসির ঝলকে
অথই সাগর প্রিয়াকে দেখে
লজ্জা পেলো কত
ওগো চাঁদ, শোনো না
তুমিও যে নও তার মতো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো

সে যখন কথা কয়
কথা যেন গান হয়
থেমে যায় পাখিদের সুর
সে যখন হেঁটে যায়
ফুলগুলো ঝরে যায়
শুনে তার পায়েরই নূপুর
কালো মুখের আলোয় ভুবন
হয়ে যায় আলোকিত
ওগো চাঁদ, শোনো না
তুমিও যে নও তার মতো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো
ওগো চাঁদ, শোনো না
তুমিও যে নও তার মতো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো
আমার প্রিয়া একটু কালো
তবু তার নেই তুলনা তো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists