আপন ভেবে যারে আমি দিলাম এ অন্তর সে তো আমার রইল ভুলে ভাঙল সুখের ঘর বুকে আমার দিলো ব্যথা রাখল না সে কোনো কথা কেমন করে আছি বেঁচে নিলো না খবর নিলো না খবর আপন ভেবে যারে আমি দিলাম এ অন্তর সে তো আমার রইল ভুলে ভাঙল সুখের ঘর ♪ এক নিমেষেই বদলে যাবে ভাবিনি তো আমি এমন নিঠুর মানুষ হায়রে চোখে পড়ে কমই এক নিমেষেই বদলে যাবে ভাবিনি তো আমি এমন নিঠুর মানুষ হায়রে চোখে পড়ে কমই বুকের ভিতর এখন শুধু কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় আপন ভেবে যারে আমি দিলাম এ অন্তর সে তো আমায় রইল ভুলে ভাঙল সুখের ঘর ♪ কেমন করে ভুলে গেলে সরিয়ে দিলে দূরে মন বসে না কোনো কাজে থাকব কেমন করে? কেমন করে ভুলে গেলে সরিয়ে দিলে দূরে মন বসে না কোনো কাজে থাকব কেমন করে? ছিলে তুমি কতই আপন আজকে হলে পর আজকে হলে পর আপন ভেবে যারে আমি দিলাম এ অন্তর সে তো আমার রইল ভুলে ভাঙল সুখের ঘর বুকে আমার দিলো ব্যথা রাখল না সে কোনো কথা কেমন করে আছি বেঁচে নিলো না খবর নিলো না খবর আপন ভেবে যারে আমি দিলাম এ অন্তর সে তো আমার রইল ভুলে ভাঙল সুখের ঘর