Kishore Kumar Hits

Asif - Pashan Purir Golpo lyrics

Artist: Asif

album: Ekaki Govir Raate


পাষান পুড়ীর গল্প শোনে সবাই
কেউ দেখেনি সেই পাষানির মুখ
কারো যদি স্বাধ হয় দেখতে তাকে
সে যেন দেখে নেয় তোমার ঐ মুখ।
তোমারই ছলনা চিতার আগুন হয়ে
জ্বলছে আজো এই বুকে
বড় বেশি ভালবেসে প্রতিদানে
মরছি আজ ধুকে ধুকে
সেদিনের সেই অন্ধ বিশ্বাস
কেরে নিল এ জীবনের যত সুখ
তোমারই কারনে শুণ্যতা প্রতিরাতে
সাজায় কষ্টের বাসর
জীবনটা যেন ধুষর মরুভুমি হৃদয়টা বোবা পাথর
স্বপ্নের আকাশের দীর্ঘ নি:শ্বাস
ক্ষতবিক্ষত আজ আমার এই বুক

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists