Kishore Kumar Hits

Asif - Ami Chai Tumi Chao Na lyrics

Artist: Asif

album: Oporupa


আমি চাই সবই ভুলে তুমি এসো ফিরে
তুমি যাও ক্রমে ক্রমে আরো দূরে সরে
আমি চাই শীতল হোক তোমার অভিমান
তুমি চাও দিনে দিনে বাড়ুক ব্যবধান
এভাবে কি বেঁচে থাকা যায়?
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
আমি চাই সবই ভুলে তুমি এসো ফিরে
আমি চাই শীতল হোক তোমার অভিমান
তুমি চাও দিনে দিনে বাড়ুক ব্যবধান
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
আমি চাই দু'টি মনে সুখের কোলাহল
তুমি চাও এই চোখে শ্রাবণেরই জল
আমি চাই দু'টি মনে সুখের কোলাহল
আমি চাই দুঃখ ব্যথা করি শুধু জয়
তুমি চাও বারে বারে আমার পরাজয়
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
তুমি আছো সারাক্ষণ নিজেরই সন্ধানে
আমি খুঁজি জীবনের আসলে কি মানে
তুমি আছো সারাক্ষণ নিজেরই সন্ধানে
আমি চাই ভিজতে এই খোলা বরষায়
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?
এভাবে কি ভালোবাসা হয়?
এভাবে কি বেঁচে থাকা যায়?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists