তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো
এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো
এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো
এ অগোছালো হাওয়া, ব্যস্ত আসা-যাওয়া
আমাদের চেনালো কী?
আবছা হয়ে এসো, আমাকে ভালোবাসো
এর বেশি চেয়েছি কি?
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো
এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো
♪
নিজেকে আমি বুঝিয়ে নিয়েছি
হবো তোমার
নিজেকে আমি হারিয়ে ফেলেছি
কাছে তোমার
এ অগোছালো হাওয়া, ব্যস্ত আসা-যাওয়া
আমাদের চেনালো কী?
আবছা হয়ে এসো, আমাকে ভালোবাসো
এর বেশি চেয়েছি কি?
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো
এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো
♪
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো
এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো
Поcмотреть все песни артиста
Other albums by the artist