তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি চিনতে পারলি না আমায় চিনতে পারলি না তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি চিনতে পারলি না আমায় চিনতে পারলি না তোর দোলার ইচ্ছে হলে আমি দোলনা হয়ে যাই তোর খেলার ইচ্ছে হলে আমি খেলনা হয়ে যাই তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না ♪ বানিয়েছি এই বুকে কুড়িয়ে জমানো সুখে তাজমহলের মতো ভালোবাসা এঁকে এঁকে সেই কুঁড়েঘরে তোকে মরে গেছি ডেকে ডেকে চিনতে পারলি না ও, বানিয়েছি এই বুকে কুড়িয়ে জমানো সুখে তাজমহলের মতো ভালোবাসা এঁকে এঁকে সেই কুঁড়েঘরে তোকে মরে গেছি ডেকে ডেকে চিনতে পারলি না ডুবে ডুবে ভেসে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি চিনতে পারলি না তুই চিনতে পারলি না ♪ তোর সাথে তোর কাছে আমারও ছায়ারা আছে তোরই কথা ভেবে ভেবে দিনে-রাতে মরে বাঁচে সে ছবি দেখার মতো না পড়া চিঠির মতো চিনতে পারলি না তোর সাথে তোর কাছে আমারও ছায়ারা আছে তোরই কথা ভেবে ভেবে দিনে-রাতে মরে বাঁচে সে ছবি দেখার মতো না পড়া চিঠির মতো চিনতে পারলি না তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি চিনতে পারলি না আমায় চিনতে পারলি না তোর দোলার ইচ্ছে হলে আমি দোলনা হয়ে যাই তোর খেলার ইচ্ছে হলে আমি খেলনা হয়ে যাই তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না তুই চিনতে পারলি না